একাধারে বিস্মিত ও অবাক হয়ে তাকিয়ে আছি ‘অচিন’ গাছটির দিকে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি রাজপ্রসাদের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতেই হাতের ডান পাশে গাছটি দেখিয়ে ট্যুর গাইড বলছিলেন, ‘সুলতান সুলেমানের আমলেও (আজ থেকে ৫০০ বছর আগে) আগের সুলতানদের সাম্রাজ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো এ গাছটি।’
তার কথা শুনে চোখ-কান সজাগ করলাম। ভালোভাবে পরখ করে দেখলাম গাছটির ছাল-বাকল না থাকলেও গাঢ় সবুজ পাতায় ছেঁয়ে আছে। পর্যটকরা যেন গাছটির খুব কাছে যেতে না পারে সেজন্য গোলাকার প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।
বিস্তারিত পড়ুন- https://bit.ly/2WxKhKR